আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপন এবং ১৯৫২ সালের একুশে ফ্রেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’। ভাষা শহিদের এই আত্মত্যাগ শুধু একটি দেশের ইতিহাসে সীমাবদ্ধ নয়; বরং গোটা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে। একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। যা আমরা আমেরিকান বাঙালি হিসাবে গৌরবিত এবং সর্ব বিষয়ে আমরা আমাদের নিজেদের ভাষায় কথা বলি। ২০২৫ সালে “ভাষা ” শিরোনামে আমেরিকান বাংলাদেশ আটিষ্ট ফোরাম আয়োজিত অনলাইন প্রদর্শনী আয়োজনে আমরা ৩০ জন আমেরিকায় বসবাসরত বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম ধারাবাহিক ভাবে ফেব্রুয়ারি মাস ব্যাপি অনলাইন প্রদর্শনী | International Mother Language Day is celebrated worldwide and the unprecedented sacrifice of the people of Bangladesh for their mother language on February 22, 1952 is recognized. This sacrifice of the language martyrs is not limited to the history of just one country; rather, it has become known as a movement to protect the dignity of the mother language all over the world. February 22 is celebrated today as International Mother Language Day. It is a symbol of the pride and glory of the Bengali nation. Which we as American Bengalis are proud of and we speak our own language in all matters. In 2025, in the online exhibition organized by the American Bangladesh Artists Forum under the title “Language”, we will continuously display the artworks of 30 Bangladeshi artists living in America online throughout the month of February.